( জৈব রসায়ন )
TRICKS & SOLLUTION FOR SOME QUESTIONS
1 ) অ্যালকেন্ ( সম্পৃক্ত হাইড্রোকার্বন ):-সাধারণ সংকেত :- Cn H2n+2 .
2) অ্যালকিন ( অসম্পৃক্ত হাইড্রোকার্বন ):-সাধারণ সংকেত :- Cn H2n .
3) অ্যালকাইন ( অসম্পৃক্ত হাইড্রোকার্বন ):-সাধারণ সংকেত :- Cn H2n-2.
-:প্রশ্নাবলী :-
i) প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন --- a) C3H6 b) C2H4 c) C2H2 d) C2H6
ANS:- d) { সম্পৃক্ত - Cn H2n+2 - প্রয়োগ করে ). n = 2 তে, C2 এবং H6 হয় অর্থাৎ C2H6 )
ii) প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় --- a) CH4 b) C2H6 c) C2H4 d) C3H8
ANS:- c) { সম্পৃক্ত - Cn H2n+2 - প্রয়োগ করে ). n = 3 তে , C3 এবং H8 হয় অর্থাৎ C3H8 )
iii) C4Hx যৌগটি বিউটাইন হলে , x এ মান কত ? ---a) 10 b) 6 c) 4 d) 8
ANS :- { অসম্পৃক্ত - Cn H2n-2 - প্রয়োগ করে ). n = 4 তে , C4 এবং H6 হয় অর্থাৎ C4H6 )
( বিউটাইন = বিউট + আইন )
iv) প্রোপাইন যৌগে H- পরমাণুর সংখ্যা কয়টি ---- a) 3 b) 4 c) 6 d) 8
ANS:- { অসম্পৃক্ত - Cn H2n-2 - প্রয়োগ করে ). n = 3 তে , C3 এবং H4 হয় অর্থাৎ C3H4 )
( প্রোপাইন = প্রোপ + আইন )
Post a Comment