## Aনলটি একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে এবং B নলটি পূর্ণ চৌবাচ্চাকে 15 মিনিটে খালি করে । A নলটি প্রথমে খোলা হয় তার 1 মিনিট পর A নল বন্ধ করে B নল খোলা হল । এইভাবে 1 মিনিট অন্তর নল দুটি খোলা হতে থাকলে , কতক্ষনে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে ?
SOLUTION :-
ধরি , সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ এবং নলদুটি পর্যায়ক্রমে x বার খোলা ও বন্ধ করা হয় ।
Aনলটি 12 মিনিটে পূর্ণ করে 1 অংশ
A " 1 " " " 1/12 অংশ ।
B নলটি 15 মিনিটে খালি করে 1 অংশ
B " 1 " " " 1/15 অংশ ।
অতএব , 2 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ( 1/12 - 1/15) অংশ ।
= 1/60 অংশ ।
এখন,
একবারে ভর্তি হয় 1/60 অংশ ।
অতএব , x বারে " " x/60 " ।
চৌবাচ্চা ভর্তির জন্য A নল শেষ 1 মিনিট খোলা রাখতে হবে ।
অতএব ,
X/60 + 1/12 = 1
or, ( X +5 ) /60 = 1
or, ( X +5 ) = 60
or, X = 60 - 5
= 55 Ans.
https://docs.google.com/uc?export=download&id=1Vk8jYbn9Ry8AuSLJDrXW60I3kxI8evzj
Post a Comment